এশিয়া মহাদেশের সেরা ক্রিকেট দেশগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। সাধারণত ৫০ ওভারের ফর্ম্যাটে এই টুর্নামেন্ট হয়। যে টুর্নামেন্টের সূচনা হয়েছে ১৯৮৪ সালে। এবার এশিয়া কাপের ১৬ তম সংস্করণ। এখনও পর্যন্ত অধিকাংশ সময় একদিনের ফর্ম্যাটে হয়েছে এশিয়া কাপ। তবে ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি আগমনের পর থেকে এশিয়া কাপের ধাঁচও কিছুটা পালটেছে। তবে সেটা সঙ্গে-সঙ্গে হয়নি। ২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল এশিয়া সেরার লড়াই। আবার ২০২২ সালেও একই কারণে টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ।
টি-টোয়েন্টি খেলা হোক বা ৫০ ওভারের খেলা হোক- এশিয়া কাপে কখনও রানের অভাব হয়নি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপে সর্বাধিক রানের তালিকার শীর্ষ আছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। অন্যদিকে, ২০২২ সাল পর্যন্ত ৫০ ওভারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তিন নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পাকিস্তানের শোয়েব মালিক চতুর্থ এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন পাঁচ নম্বরে। অর্থাৎ প্রথম চারে যাঁরা আছেন, তাঁরা প্রত্যেকেই অবসর নিয়ে ফেলেছেন। পাঁচে থাকা রোহিত শর্মা একমাত্র এখনও খেলে চলেছেন। যে ক্রিকেটাররা এখনও খেলে চলেছেন, তাঁদের মধ্যে প্রথম দিকেই আছেন বিরাট। তবে সা💫র্বিকভাবে অনেকটা পিছিয়ে আছেন তিনি। যিনি ২০২২ সাল পর্যন্ত ৫০ ওভারের ফর্ম্যাটে এশিয়া কাপে বেশি ম্যাচ খেলেননি। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে এশিয়া কাপে শ্রীলঙ্কার ব্যাটারদেরই জয়জয়কার থেকেছে।
২০২২ সাল পর্যন্ত এশিয়া কাপে বিরাট কোহলির থেকে রোহিত শর্মার রান বেশি। রোহিত অনেক বেশি ম্যাচ খেলেছেন।
এশিয়া কাপে বিরাট কোহলির সর্বোচ্চ রান কত?
২০১২ সালে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেছিলেন বিরাট কোহলি। যা এশিয়া কাপে তো বটেই, একদিনের ক্রিকেটে এক ইনিংসে বিরাটের সর্বোচ্চ রান।
কোন বছর এশিয়া কাপে খেলেননি বিরাট কোহলি?
২০১৮ সালের এশিয়া কাপে খেলেননি বিরাট কোহলি। তৎকালীন অধিনায়ক বিরাটকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা।