🅺 কখনও অতিরিক্ত ওজনের জন্য কখনও আবার অভিনয়ের জন্য, বারংবার নেটিজেনদের উপহাসের শিকার হতে হয়েছে সারা আলি খানকে। প্রথম প্রথম কষ্ট হলেও পরে এখন তিনি মোটেই পাত্তা দিতে নারাজ যে কোনও নেতিবাচক কমেন্টকে। কীভাবে নিজেকে সামলেছেন তিনি?
൩সম্প্রতি টাইমস নাউকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া ট্রোলিং মোকাবিলা করার বিষয়টি উঠে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সারা বলেন, ‘আগে ভীষণভাবে নেতিবাচক কমেন্ট আমাকে প্রভাবিত করত। কিন্তু এখন তা করে না। যতটা সম্ভব আমি নিজেকে এই সমস্ত থেকে দূরে রাখি।’
আরও পড়ুন:🌌 ‘তুম্বাদ’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা? জল্পনা রটতেই কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: 😼অজয়ের জন্মদিন শুভেচ্ছা বার্তা রুদ্রনীলের, বললেন, ‘কম কথা বললেও উনি...’
🥃সারা বলেন, ‘প্রতিদিন আমি নিয়মিত ধ্যান করি, যা আমাকে নেতিবাচক যে কোনও জিনিস থেকে দূরে সরে থাকতে সাহায্য করে। মানুষ যা বলে, এখন আমি তার সবকিছু মাথায় রাখি না। আমি যেমন সবার কাছে সেরা হতে পারবো না তেমন সবার কাছে খারাপও হতে পারবো না। তাই এইসব ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাই না এখন।’
🔜নবাব কন্যা আরও বলেন, ‘আমি একজন অভিনেতা হিসেবে সবই নিজের যাত্রা শুরু করেছি। এখনও অনেক পথ বাকি। সবাই যে আমাকে পছন্দ করবে এর কোনও মানে নেই। কোনও অভিনেতা অভিনেত্রী সবার কাছে প্রিয় হতে পারে না। তাই এখন আমার প্রধান লক্ষ্য নিজের অভিনয়ের প্রতি ফোকাস করা।’
আরও পড়ুন:🌳 অজয়কে জন্মদিনের শুভেচ্ছা কাজলের, ক্যাপশন দেখে হেসে খুন ভক্তরা!
আরও পড়ুন: 🍸২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি, ছবির নাম এল প্রকাশ্যে, কবে শুরু শ্যুটিং?
🎶প্রসঙ্গত, সারাকে শেষ দেখা যায় ‘স্কাই ফোর্স’ সিনেমায়। এই সিনেমায় অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া এবং নিমরত কৌর অভিনয় করেছিলেন। কিছুদিনের মধ্যেই অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো.. ইন দিনো’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সারাকে।
ﷺ‘মেট্রো.. ইন দিনো’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো’ সিনেমার সিক্যুয়েল। টি সিরিজ ফিল্মস এবং অনুরাগ বসু প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমায় চারটি আলাদা আলাদা প্রেমের গল্প দেখানো হবে। সারা আলি ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন আদিত্য রায় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। ছবিটি ৪ জুলাই মুক্তি পাবে।