বাংলা নিউজ > মাধ্যমিকের রেজাল্ট ২০২৫

মাধ্যমিকের রেজাল্ট ২০২৫

মাধ্যমিকের রেজাল্ট ২০২৫

জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। প্রতি বছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সেই মাধ্যমিক পরীক্ষার আয়োজন করে থাকে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ফেব্রুয়ারি থেকে। আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। শেষদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হয়। যে ছাত্র-ছাত্রীদের ঐচ্ছিক বিষয় নেই, তাদের পরীক্ষা আগেই শেষ হয়ে যায়। আর পরীক্ষা শেষ হওয়ার সাধারণত ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়। পর্ষদের তরফে সেই ৯০ দিনের সময়সীমা ধরে এগি🐠য়ে যাওয়া হয়। তবে মোটামুটি ৮০ দিনের মধ্যেই ফলপ্রকাশ 💜করা হয়ে থাকে।

উপরের তথ্য সাবমিট করুন। ২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত꧟ যাবতীয় তথ্য ও টাটকা আপডেট জানতে নজর রাখুন pbv88.info-তে।

পরিসংখ্যানে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা

এমনিতে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করে ৯,৮৪,৭৫৩ ൩জন ছাত্র-ছাত্রী। গতবারের থেকে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬২,০০০ বৃদ্ধি পায়। আর এবারও ছাত্রদের থেকে নথিভুক্ত ছাত্রীর সংখ্যা বেশি থেকেছে। পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হল ৫,৫৫,৯৫০। আর ছাত্রের সংখ্যা হল ৪,২৮,৬০৩। রাজ্যের মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়ে। আর জেলার নিরিখে সবথেকে বেশি নথিভুক্ত পরীক্ষার্থী আছে দক্ষিণ ২৪ পরগনায়। তারপর আছে উত্তর ২৪ পরগনা। এবার মুর্শিদাবাদে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় ৮,৭৫৪। যা রাজ্যের মধ্যে সর্বাধিক।

মাধ্যমিক পরীক্ষার ইতিবৃত্ত

পরীক্ষার নাম মাধ্যমিক পরীক্ষা
পরীক্ষার আয়োজক মধ্যশিক্ষা পর্ষদ
রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in, wbresults.nic.in

অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখতে হবে?

  • ১) মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in-তে যেতে হবে।
  • ২) ‘West Bengal Board of Secondary Exam Results 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • ৩) নতুন একটি পেজ খুলে যাবে। নিজের রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা প্রদান করতে হবে ছাত্র-ছাত্রীদের। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।
  • ৪) স্ক্রিনে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যায়।

কত নম্বর পেলে মাধ্যমিকে পাশ করা যায়?

সর্বমোট নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের পাশমার্ক নির্ধারিত হয় না। প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর পেতে হয়। মোট সাতটি বিষয় (প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান) আছে। প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হল ১০০। অর্থাৎ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হয়। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ২৫ নম্বর পেতে হয়। অর্থাৎ ২৫ হল পাশমার্ক। যেহেতু সাতটি বিষয় আছে, তাই ন্যূনতম ১৭৫ ন🦹ম্বর পেতেই হয়।

Madhyamik Result 2025 FAQ

  • কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে? হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88.info), wbbse.wb.gov.in এবং wbresults.nic.in
  • মাধ্যমিক পরীক্ষার আয়োজকের দায়িত্বে থাকে কোন প্রতিষ্ঠান? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছর পর্ষদ পরীক্ষার আয়োজন করে থাকে।
  • মাধ্যমিক পরীক্ষায় পাশমার্ক কত? ২৫ নম্বর। প্রতিটি বিষয়ে ২৫ পেতে হয় পড়ুয়াদের।
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশিটে কী কী থাকে? প্রতিটি বিষয়ের নম্বর, প্রাপ্ত গ্রেড থাকে। দেওয়া থাকে মোট নম্বরও।
  • মধ্যশিক্ষা পর্ষদ কবে তৈরি হয়েছিল? ১৯৫১ সালে পর্ষদের যাত্রা শুরু হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাত থেকে নিয়েছিল ১২৭টি স্কুলের দায়িত্ব।
Madhyamik Result 2024: সন্তান মাধ্যমিক দেবে? সাফল্যের গোপন পথ জানিয়ে দিল প্রথম স্থানাধিকারী, ফল মিলবে হাতেনাতে!
চন্দ্রচূড় সেন। প্রথম স্থানাধিকারী।
মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?
মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?

♉মাধ্যমিকে টপার কোচবিহারের চন্দ্রচূড়, কী বলছে তাঁর মা?

  • মাধ্যমিকে এবারে ৭০০ নম্বরে ৬৯৩ নম্বর বা ৯৯ শতাংশ পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়। তার জন্যে প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। শুনুন তাঁর মা কী বলছে?
Sudipta Chakraborty: মাধ্যমিকের টেস্ট শুরুর আগেরদিন শ্য়ুটিং, দিদিমণি দেখে ফেলায় বাবাকে ডেকে বকুনি দেয়: সুদীপ্তা
‘মাধ্যমিকের টেস্ট শুরুর আগেরদিন শ্য়ুটিং, দিদিমণি দেখে ফেলায় বাবাকে ডেকে বকা দেয়’
কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর
কলকাতার টপারের বাড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প্রণাম কৃতী ছাত্রীর

কলকাতার টপারের ব꧑াড়িতে বাম প্রার্থী সৃজন, ঝুঁকে প🦄্রণাম কৃতী ছাত্রীর

মাধ্যমিকে দশম তথা এবারের মাধ্যমিকে মেধাতালি🏅কায় কলকাতার একমাত্র পরীক্ষার্থী সোমদত্তার বাড়িতে গেলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কমলা গার্লসের ছাত্রী সোমদত্তা ঝুঁকে পড়ে বাম নেতাকে প্রমাণ করেন। 

'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র

'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছ💜াত্র

নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈঋত রঞ্জন পাল এবারে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তিনিౠ পেয়েছেন ৬৯১ নম্বর। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতি ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছেন এবারের মাধ্ꦉযমিক পরীক্ষায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত নবম হয়েছেন নবম। আর দশম স্থানে আছেন নরেন্দ্রপুর মিশনের শুভ্রকান্তি জানা।

মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের
মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম কারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের

মোবাইল না থাকাই সাফল্যের অন্যতম ꦇকারণ, মাধ্যমিকে ছক্কার পরে মত নরেন্দ্রপুর মিশনের

ছাত্রদের মোবাইল না থাকাই নরেন্দ্রপুরের সাফল্যের অন্যতম কারণ। মাধ্যমিকের ছক্কার পরে মনে করছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এবার মাধ্যমিকের মেধাতালিকায় ৬ জন নরেন্দ্রপুরের🐼 পড়ুয়া আছে। তারপরই সাফল্যের কারণ নিয়ে ♏মুখ খুলেছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। আর কী বললেন তিনি, তা দেখে নিন ভিডিয়োয় - 

অযোগ্য শিক্ষকরাও কি এবারের মাধ্যমিকের খাতা দেখেছিল?‌ সামনে আসছে নয়া তথ্য‌
মাধ্যমিক পরীক্ষা (HT_PRINT)
এদিকে ছেলের ফলে আপ্লুত চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন। তিনি বলেন, 'ওকে পড়ার কথা কখনও বলতে হত না। ওর মাস্টারমশাইরা সাহায্য করেছে। কোনও বাঁধাধরা নিয়ম করে ওকে পড়তে দেখিনি। এছাড়া ছেলে কখনও কখনও আমাদের বলত ইতিহাসের ছোট ছোট প্রশ্ন মুখে মুখে ধরতে, সেটাই করতাম। ও ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। নার্সারি থেকেই ফার্স্ট হয়ে এসেছে।'  

৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে ক💝োচবিহারের চন্দ্রচূড় সেন, হতে চায় ডাকꦿ্তার

এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ। চন্দ্রচূড় ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে আজ।

‘‌আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই’‌, মাধ্যমিকে প্রথম হয়ে ইচ্ছাপ্রকাশ চন্দ্রচূড়ের
কোচবিহারের রামভোলা হাইস্কুল থেকে প্রথম হয়েছেন মাধ্যমিক পরীক্ষায় চন্দ্রচূড় সেন।
এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে মেধাতালিকায়।   (Nitin Sharma)

পাশ ৭৬৫২৫২ পরীক্ষার্থী, মাধ্যমিকে এবার পূর্ব মেদিনীপুরকে পিছনে 🅺ফেলল উꦓত্তরের জেলা

এবারে প্রায় ৯ লাখ পীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে। তার মধ্যে পাশ করেছে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন। এবারে পাশের হারের নিরিখে শীর্ষে আছে উত্তরের এক জেলা। এদিকে কলকাতা আছে তৃতীয় স্থানে।

আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফল (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

WB Madhyamik Result: ২৪-এর ফল প্রকাশের দিনে ২০২৫'র মাধ্যমিক নিয়ে 𝄹বিভ্রান্তি

চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল। এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় ফল দেখতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

Madhyamik 2024 Toppers List: মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা
সাম্যপ্রিয়কে মিষ্টি খাওয়ানো হচ্ছে, হাসিমুখে চন্দ্রচূড় ও মিষ্টিমুখ পুষ্পিতার।
Check Madhyamik Result 2024 Online: ওয়েবসাইটে বেরোল মাধ্যমিকের ফল! এক ক্লিকে এখান থেকেই দেখে নাও নিজের রেজাল্ট
Madhyamik 2024 Result: এবার অনলাইনে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
caco88